থই থই জলের ভিতর
ওষ্ঠাগত কুচুরি পানায়
থরে থরে সাজানো
বাগান;
সেখানে, শিশির জমে।
মসলিন সুতোর আড়ালে
গাঢ় অন্ধকার! খুটে
খায়...কাঠ-ঠোকরার রিদম।
তবু ওষ্ঠাগত প্রাণে গতিময়
চলন্ত সিঁড়িতে
এক 'পা দু'পা'য়ে টুসো
গান।
'বুলবুল' ঝড়ের মতন
কখনও কখনও রুদ্র রূপ
জীবনকে করে তছনছ।
তবুও বাঁচি...আলুর দম।
ঝড়-কেন্দ্রে মুঠো
মুঠো প্রাণশক্তি ভর করে; আর ---
তার চারপাশে শুধু পরাজিত
সৈনিকের লেজ।
0 মন্তব্যসমূহ