সাম্প্রতিক

6/recent/ticker-posts

তৌফিক জহুর

 


আগুনের চুল্লি


দিনরাত একাকী জাগে পাহাড় 

সবুজ পাহাড়ে শনশন আওয়াজ করে কুয়াশা বাতাস

একটা পাহাড়ের দরোজার ছিটকিনি  খুলে দিলাম

দাউ দাউ করে জ্বলে উঠলো আগুনের চুল্লি 

আগুনে সিদ্ধ হতে গিয়ে চোখের সামনে দেখি

চিকেনের গ্রিল আহাজারি,

এক ঘটি আতর ছিটিয়ে দিলাম

আগুনের চুল্লি হয়ে গেলো ফুলের বাগান।

 

প্রমিথিউজ প্রথম আগুন এনেছিলো পাহাড় থেকে

সভ্যতার কমলা আগুনে পুড়ে নগর হয় কয়লা,

 

কে না জানে পাহাড়ের নিচ দিয়ে বয়ে যায় দোজখের ওম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ