দুটি কবিতা
হেডলাইট আলোয়...
মৌমাছির পালকের মত ধূসর ডানার মেঘ দেখে
ইচ্ছে হয়েছে শরত হতে
তারপর,মৌমাছির ডানা থেকে যখন
বৃষ্টির মত আলো গড়িয়ে নেমেছে নিভন্ত কোনো বাতির গায়ে
নিভে এসেছে তীব্র আকর্ষণ
কাঁটা ঝোপের গায়ে ঘুড়ির মত ঝুলে থাকা অন্ধকার দেখে,
তখন মনে হয়েছে জোনাকি হতে
এতসব মনে হতে হতে...
মনে হতে হতে... হেডলাইটের আলোয় ঝলসে গেছে আমার ইচ্ছেরা...
বীজগণিত
কিছুটা বৃষ্টি সকালে কিংবা
দুপুরে
তবে নিয়ম করে
সারাদিন হওয়ারই
কথা
ছিল
কথা ছিল,
মেঘ
দিয়ে
ঢেকে
রাখবে
আকাশের মুখ
পিঠের কাছেও থাকবে অনেকটা মেঘ
কিন্তু,বীজগণিতের
মত পাতা উল্টে
দেখি
খানিকটা খানিকটা করে দূরত্ব বেড়েছে
রোজ