সাম্প্রতিক

6/recent/ticker-posts

শ্রাবণী গুপ্ত



জন্মগাথা



এভাবেও কথা বলা যায়

বাক ও বিবেকের মাঝে এ কোন দুরন্ত সন্ত্রাস

আমি দেশান্তরী গাছেদের কাছেও শুনেছি শেকড়ের স্মৃতিকথা

তুমি তো জানোই না দেশ ভাগের পরও কত চেনা গন্ধ লেগে থাকে কাঁটাতারের গায়ে

সেভাবেই কথা বলো, 
পরিচ্ছন্ন বাক ও বিবেক

জেনো কাঁটাতার তুলে নিলে আর কোন বিভেদরেখা নেই,
নেই কোন আলাদা জন্মগাথা।