সাম্প্রতিক

6/recent/ticker-posts

খুকু ভূঞ্যা



আগুন খুদ




বাজতে বাজতে নীরবতার ভেতর ঢুকে পড়ল বৃষ্টি ঘুঙুর,
বাঁশপাতা থেকে ভেজা দাগ মুছে দিচ্ছে হাওয়া,
আমড়াডালে বসা কালো পাখিটি শান্ত,
কিছু আগে সে ভেবেছিল,নৈঋত কোণে যাবে, না অগ্নিকোণে
অগ্নিকোণে না বায়ুকোণে--
স্থির হয়ে গেলে জলের আবেগ অন্তরে নদীধ্যান
ডানার কাঁপন শিখে নেয় স্থিরতার কৌশল

চাই শব্দটি চিতা
ইচ্ছের নাভিমূলে রেখে দেয় আগুন খুদ
পুড়তে পুড়তে ভালোবাসার তাপ নেয় পায়রা ঠোঁট
সুন্দর মৃত্যুর কাছে শুয়ে থাকে কাঙ্খিত পাপ
ঘন্টাধ্বনি শোনার প্রতীক্ষায়--