অমোচনীয়
অমোচনীয় বিরহ-সন্তাপ
পড়ন্ত বেলার গায়ে ফুটে থাকছে ফুল
বিশেষ কোনো অভিমুখ নজরে আসেনা
স্মরণে শুধু স্বাদিতপূর্ব ভুল
অনালোকিত মহাকাশে একদিন
ছড়িয়েছিল হৃদয়-উত্তাপ ।
অমোচনীয় আলস্য-বিষাদ
ডুবন্ত সূর্যের গায়ে মেঘের আঁচল
সরিয়েছিল চিরকালের পাগল বাতাস
সে-সব ছিল রাত্রিকালীন স্নিগ্ধ অপরাধ
ঝাপ্ সা বনে হাতির করিডর
পাহারা দেয় লক্ষ কোটি গাছ।
অমোচনীয় চোখপুকুরের জল
পাপড়ি ছুঁয়ে করতেছে টলটল
প্রাণভোমরা জলের তলায় থাকে
কৌটো ভীষণ অতল হয়ে রয়
মায়ার ছলে করেছিলাম যা কিছু সঞ্চয়
অলৌকিক রক্তপাতে ঝরছে অবিরল।
টিপ্ লু বসু