বর্ণমালা ভিড় করে আসে
উপড়ে যাওয়া শিকড়ের যন্ত্রণা
দেহের শিরা- উপশিরায়
অজস্র ঝরা পাতায় ঢেকেছে শরীর
জটিল রহস্যের সন্ধান মিলতেও পারে
বটের নিভৃত কোটরে
এইসব ভাবনার গভীরতা নিয়ে
গাংচিল অনায়াসে ওড়ে
ইচ্ছেরা ছায়া হয়ে ছুঁয়ে যায় জল
মেঘে মেঘে আলো-গান ঝরে
বৃষ্টির ভিতরে থাকে আরো এক বৃষ্টির দেশ...
প্রতিবিম্বে মুখ দেখে
বুনোফুল সবুজের গল্প বলে-
পাঁচমুড়ো পাহাড়ের কোলে
মুথাঘাস দলে চলে সাঁওতাল ছেলে ...
বর্ণমালা ভিড় করে
নিষ্প্রদীপ রাতে
অবয়বহীন একটা গান ঘুরে ফিরে বারবার আসে...
পৃথা চট্টোপাধ্যায়