সাম্প্রতিক

6/recent/ticker-posts

খুকু ভূঞ্যা




মান 





যদি আসতে পারো আমি ফেরাব না।
সারি সারি গাছ পাহারায়
জেগে আছে ফুল পাখি প্রজাপতি
আর অগনিত কালো চোখ,
পারবে কি এসব তুচ্ছ করে দরজায় টোকা দিতে?

কী সুন্দর মেঘ করেছে
ঝিরিঝিরি ইলশেগুঁড়ি বৃষ্টি,
ভিজে যাচ্ছে সন্ধ্যামনি পাড়া।

স্নান সেরে বসে আছি, দীপ জ্বলছে টিমটিম
চন্দন গন্ধে ম ম বাতাস
পসরা প্রস্তুত,
আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছি বেদী
পূজার জন্য হাত বাড়িও না,
স্বয়ং পূজা হয়ে যাও নীল পুরুষ---



খুকু ভূঞ্যা