সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবাশিস তেওয়ারী


দুটি কবিতা

দৃশ্যের ভিতরে

অতিসঞ্চরণশীল এক একটি দৃশ্যের ভিতর থেকে
তুলে আনি কাশফুল,প্রজাপতি প্রেম,ধানফুল গ্রাম...
আমি আমার পুজ্যপাদ দিদিকে সেসব ছবি দেখাই,
জড়ভরতের মতো ছবির গা থেকে বেরোয় আঁশটে গন্ধ,
দিদি মাছ কাটতে ভালোবাসেন, তাই ছবিগুলোর প্রেমে পড়লেন।
প্রেমে পড়তে পড়তে প্রেমে পড়তে পড়তে ছবিগুলো ফিকে হয়ে উঠল,
সূর্য রঙ ঢেলে দিল গায়ে...


দৃশ্যের ভিতর থেকে ছুটে আসা স্থবির আক্ষেপ
মাঠ-ঘাট পার হয়ে ট্রেন ধরতে চলে গেল
                                        দৃশ্যের ভিতরে।

বাসস্থান

চোখে এসে লাগে কলেজজীবনের হাওয়া
বুকে ফুটপাথের ধাক্কা
মুখে চোরাকুঠুরির টান...


এভাবেই বেঁচে ফিরি আসমান সমান...
নিজেকে উজাড় করি
পরিযায়ী পঙ্খীরাজের কোল ঘেঁষে
শুয়ে থাকা রাজকন্যার সোনার কাঠিটি
আলগোছে তুলে ফেলি


রাক্ষস-খোক্ষসহীন এ জন্ম ভিটেয়।





দেবাশিস  তেওয়ারী