সাম্প্রতিক

6/recent/ticker-posts

অরুণাভ রাহারায়



অপার
[উৎসর্গ: সাহানা বাজপেয়ী]


লালন ফকির গেয়ে গেয়ে ঘুরেছিল
তোমার মায়ের প্রিয় গান...

তোমার গলায় এসে সেই গান বসে পড়ে ধীরে

আমরা দু'চোখে দেখি:
           গানেরা অপার...
সুর যেন নদী-জলে ভেসে ভেসে ওড়ে...

সুর কি কথাও বলে? গাছে গাছে ঘোরে?

কি গান গেয়েছে তুমি
পারে এসে শুয়ে থাকে স্বয়ং ঘুঙুর...
                        তুমি তাকে
নূপুরে নূপুরে বয়ে চল জলে...

তোমার বাবার কথা জানে শুধু উত্তরের নদী...
প্রবল স্রোতের মুখে ভিজে যায় চশমার কাচ

তোমার গলায় আজ বেজে ওঠে কত স্বরলিপি...



অরুণাভ রাহারায়