সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুভঙ্কর দাস



প্রথম পদাবলি



কণ্ঠস্বরের মাটিতে একটি গাছের শিকড় সমস্ত দুপুরকে সংগ্রহ করে এনে,জল চায় তৃষ্ণার

ভালোবাসো,শুধু মনে রেখো বিস্ময় উপহার!
অনুভব সঞ্চয়ের জিনিস নয়,লক্ষ্যভেদের মৎসচক্ষুও নয়,ভেতরে যতটা মাটি থাকে,ততোটাই মূর্তি গড়ে ওঠে বাইরে

ভালোবাসো,জেতে না কেউ,সকলেই হারে!
অব্যর্থ কিছু দুর্বলতা আকাশকে অন্ধকার করে দেয়,কিছু অধিকারের অধিক প্রস্তাব পাল ছিন্ন করে নৌকার
নত থাকো,দেখবে শরীর মনে জয়জয়কার!
গভীরে গেলে দেখতে পাবে গোপন হিমশৈল কোথায় নেই,নিমজ্জিত হবেই,এর চেয়ে বড় সত্য নয়,ফিরে আসো যদি জলসাঁতার
জগৎ যত বড় হোক,সব সর্বনামের,উদ্ধার!
নিরুত্তর অপেক্ষা চিরকাল কোলহালে মুখ ঢাকে,জন্মের কোনো সহজ পথ নেই,কামনাদরজা ছাড়া,হারলেই মাথা উঁচু হয় ভালোবাসায়

সম্পর্ক ততোটাই,যে যাকে যেভাবে চায়!




শুভঙ্কর দাস