সাম্প্রতিক

6/recent/ticker-posts

লক্ষ্মীকান্ত মণ্ডল


দুটি কবিতা


উপসমের খোঁজ চলে যখন 


গাছের মাথায় উপর চাঁদ দেখার অপেক্ষায় 
সন্ধ্যা গড়িয়ে যায় , 
বাতাসের মৃদুস্বরে কত মুখোশ  কত শিরদাঁড়া 
সেদিকে প্রতিঘন্টার দরদাম করতে থাকে কিছু পোশাক  

কয়েকটা অ্যান্টিবায়োটিকের খালি পাতার উপর শিশিরবিন্দু 
আলো পড়ে আবার পড়ে না ও  - 
সেদিক থেকে গড়িয়ে যাবার  সম্ভাবনা প্রবল  
অতর্কিতে কত কী যে হয়ে যায়  
কেউ শিস দেয় কারও আর্তনাদ  -  
ওদিকে আছে তো ইউক্যালিপটাস - ঘ্রাণে নাকের উপসম 
খালের জল বয়ে যায় নিজের সঙ্গের জন্য নির্জন 
থাকে একাঈশ্বরের ন্যায় একান্ত গোপনে -  



টার্মিনালে ছুটে যায় কামনা 


জন্মের বহুদিন কেটে যাওয়ার পর, নীল পাতার  বইদোকান 
থেকে কিনে যাই কাম ক্রোধ মোহ  ,  সে কথা কারও জানার
কথা নয় ,  জানালেই লুটপাট চলে রাস্তায় রাস্তায় । 
অবাঞ্ছিত মোরামের গুঁড়োয় নির্বাক দুনিয়া , আকুল তাকিয়ে
দেখি সন্ধ্যার কালো চশমা  
মানুষ অমৃতের আধার  - সারা গায়ে তার ধুলো  - এক
ফুঁয়ে উড়িয়ে দিতে তোমার কষ্ট হয় , কেননা ধুলোর পরে
শরীরের তেজে পা দোলাচ্ছে কতগুলো মৃত্যুদিবস  -  

সকালের রোদ্দুরে ভেজা আকাশ চোখের ভিতর , শুকনো
শোকের টার্মিনালে ছুটে যেতে থাকে যে অক্সিজেন -
একবারও পড়া হলো না তার সঙ্গীত    আকাশ দেখছে সুউচ্চ
গ্রীবা  - জন্ম হওয়ার সুবাদে  কামনার দিকে উড়তে থাকে
ঘাস , করতাল বাজানোর লোকটার চোখ দিয়ে  জল পড়ে  






লক্ষ্মীকান্ত মণ্ডল