সাম্প্রতিক

6/recent/ticker-posts

তাপসী লাহা





অচিহ্নিত


ঘুণাক্ষরেও জানতে পারিনি যেসব  
মুখের আদল
নিষ্পৃহ রোদগন্ধের 

কুয়াশার্ত প্রতীক্ষা ঘিরে পুড়ে গেছি 

লোপাট ইতিহাস খাতা খুলে প্রজাপতি দৌড় সময় থমকে যায় হারানো পথ 
সহজলভ্য কদাচ নয়। তবু তো মৃত্যু,চাতক, পাখি

 পরিহার পাকবৃত্তান্তের নীরব প্রণালি 

অতিক্রম করে  কানহা ঘোর।

এক নিবিড় রাত্রির দূর্বোধ্যতম প্রহেলিকা 
চিনে রাখি  কিয়দক্ষণ যে হারালো সে 
হারালো ছবি গান পুরানো স্মৃতিদংস্ট্রা অভিঘাতের মত পৃথিবী পুরাণিয়া সব 
অতল ঘোরের আড়ম্বর।

নখনিপুণা নারীমন্ডলের কটি 
প্রদোষকাল জুড়ে থাকা ছিন্ন ঘুড়িরেশ।

অবোধ যামিনী নপুংসতায় ভুগে 
রপ্তনাগর হওয়ার স্বপ্ন দেখে ফ্যালে রোজ।

কূটরাধিকার মন তখন 
নিশব্দ নৈশালাপের বাইরে আরেকটা কবিতাশরীর প্রসবরতা।



তাপসী লাহা