সাম্প্রতিক

6/recent/ticker-posts

রুমা সরকার বসু






কবিতার আহ্বানে






চলো.....
কোনো এক নির্ঘুম রাতে
কবিতার উৎসমুখ ধরে
ভেসে যাবো অনাঘ্রাতা নদীজন্মে
যেখানে নীলাঞ্জন ঘন জলরাশির নিবিড় আলিঙ্গনে 
সফেন ঢেউয়ের ক্লান্ত সজ্জা থমকে থাকে
ইন্দ্রিয় ব্যাবহারে ক্লান্ত মানুষের নৈশব্দের বুক চিরে
অনেক অসুখের কথা বলে যায় কুয়াশা জড়ানো সকাল
চলে যাবো কোনো নিরুদ্দেশের পথে
দালান কোঠা ছেড়ে বিরল গহনে
 গভীর জলের  নাভি স্পর্শ করে 
শোক ভেজা ছায়া গলি পথে ভেসে আসে 
বৃষ্টিস্নাত মল্লিকার কিশোরী ঘ্রান
 চাঁদ থই থই আলোর বন্যা 
বিহ্বল চোখে দেখি অচেনা দিশায় পাড় ভাঙে 
তবু অমরত্ব বেঁচে থাকে 
অক্ষর প্রপাতের প্রবাহ পথ জুড়ে




রুমা সরকার বসু