সাম্প্রতিক

6/recent/ticker-posts

টিপ্ লু বসু



সময় - ভাসানিয়া 



মাছেরা শব্দ থেকে জল তুলে
পাখনায়  ভরে নেয়
সময় - ভাসানিয়া স্রোত
বাঘের  যেখানে ভয় সেখানে 
সন্ধ্যা নামার আগেই পৌঁছে যায় প্রতিবন্ধী পথ 
ফেরিওয়ালা ছায়াপথে  ফেরি করে 
জাদু চশমা  আজব দৃশ্যাবলী 
ভাঙা রাস্তায় রাখা থাকে থিওডোলাইট
ক্ষেত্রসমীক্ষায় উঠে আসে ভুল পরিমাপ 
গার্হস্থ্য ঢাকনা খুলে যায়
ডানাওয়ালা পরীর দল 
বাঘবন্দী  খেলতে খেলতে সশব্দ হেসে ওঠে
বারুণী নদীর উল্টোেস্রোতে বহমান
ধর্মের কাঁকড়ারা দৃশ্যমান আপদের মতো 
উঠে আসে ভেজা   বালির অববাহিকায় 
পরীদের হাসি শুনে মুনীদের ধ্যানভঙ্গ হয  
রেতঃপতনের শব্দে উড়ে যায় সন্ত্রস্ত মধুমক্ষিকা
ঢেউগুলি অকারণ ছুটে আসে, ভাঙে
প্রতিস্রোতে ফিরে আসে কলঙ্কিত শবদেহ, জলজ উচ্চারণ। 


 টিপ্ লু বসু