সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবাশিস মুখোপাধ্যায়



দুটি  কবিতা 
এক 

পথ চাওয়াতেই আনন্দ 


ঘামের লবণ জলে স্নান করতে করতে পেরিয়ে এলাম চন্ডীতলা 
আর বুড়ো বটতলা 
মানুষেরা গল্প করছে আর সেই 
আড্ডার গন্ধ ছড়িয়ে পড়ছে 
রাস্তায় 
এখানে লুঙ্গি ধূতির বিতর্ক নেই 
পুকুরের একধারে কাপড় তুলে 
জল ত্যাগ করছে রমণী 
আর কিছু দূরে একটি মেয়ে কুকুর
ঘিরে আরো কয়েকটা পুরুষ 
পুরুষত্ব ফলাতে ব্যস্ত 
ফলাহার শেষে পেপে পাতা চিবুচ্ছে শাখামৃগেরা 
শরৎকাল এসে গেছে বলে তুমিও খানিক খড়গুঁজে দাঁড়িয়ে আটচালায় 
চালাঘরের পাশে গোবরের স্তূপ 
দেয়াল চিত্রে তরুণ এর কাঁধে 
আদিম অস্ত্র 
হরিণ নিশ্চিন্ত বসে পদমূলে 
কোথাও যেন কোনো হিংসা নেই
একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্যতে সে তৈরি করে ফেলল একটা সেতু 
আমাদের রোগা না হয়ে আর উপায় নেই


দুই 
নির্জনতা


কোয়া বিরানী সি বিরানী হ্যায়
দশ্ তক দেখ্কে ঘর ইয়াদ আয়া। 
                                     গালিব
                                     
   নির্জনতা একটি ভীষণ প্রিয় নাম 
   এই যে একলা নদী
   আমার পাশে শুয়ে
   পুরনো বাড়ির কথা
   সুরে বাঁধে
   আমি সেই ক্যাসেটের গায়ে
   এইচ এম ভি পড়ি 
   টেপ খুলে যায়
   দূরে এক নেড়ি কুত্তা
   ভৌ শব্দে 
   পাড়ে জোয়ার আনে





দেবাশিস মুখোপাধ্যায়