সাম্প্রতিক

6/recent/ticker-posts

দয়াময় পোদ্দার



বিষাদগাঁথা



মন পবনের চই চই সমস্ত উড়িয়ে দিয়ে
শুধু ঝড়, জল মাখামাখি
মুহুর্তরা ভেঙে যায়- খোলসের চেনা বৃত্তের ভিতরে,
অতঃপর তুমি উন্মোচিত হও- বিদ্যুচ্চমক,
এই সবটাই বজ্রপাত !
মেঘ এমন আঁধার- ম্লান, ঘোর, ডাযে়রিতে কাদা ছিটে লাগে,
তাকে বুকের পাথরে চেপে অগ্ন্যূৎপাত লুকোই,
দুদিকেই বেড়া, কাদাজল জমা সরুগলি 
আজ খুব অচেনায় প্রথম হাঁটার চিহ্নও ভুল মনে হয়
কলাপাতায় হাওয়া দোল খায়,পড়ন্তু নির্জন
তুমি আজ এই মেঘলা আকাশ পাঠিযে়ছো- কবিতা লেখায়,
অচেনা বিবর থেকে আমাকে চেনার...






 দয়াময় পোদ্দার