গুচ্ছ কবিতা
(এক )
দুটি কবিতা
গুলজার
পড়ার ঘরে আনন্দ। নিখাদ চলা ফেরা।
শান্ত বাতাস বুক জুড়ে
বৃষ্টি আসে যখন তখন
মেঘপতাকা বন্দরে
যেন ল্যাম্পশেড থেকে ঝরে পড়ছে প্রেম
মৃদু অথচ মায়াময়
যেন ছোট নদী চুপচাপ বয়ে যাওয়া
শান্ত অথচ শিহরণ... বর্ষাময়
কাশ্মীর
কলমের দিকে তাক করে রাখা কামান
তারপর অবশিষ্ট দুটিমাত্র রঙ ধূসর আর কালো
সংকোচ বড় ভারী মেঘ
'তুঝসে নারাজ নেহি জিন্দেগি'
একটা হরিণ পুষে রাখি মনে। আছি ভালো।
-------------
(দুই)
ডাকনাম
পানওয়ালার হাতে সরতা দেখলে
আমি তোমার ডাকনামে বুঁদ হই
আমার প্রিয় অক্ষর উঁকি মারে ...
ভাবছ বাতুলতা ?
না, আসলে এও এক তাঁতি-যাপন
এক অক্ষর ভেবে বর্ণমালার সুখ...
--------
উদয় সাহা