দু'খানা
দেশ এপার ওপার
বেনীর বাঁধন যাচ্ছে খুলে
সারস ঠোঁটের বিষন্নতায়।
যাচ্ছি দূরে অনেক দূরে
ঠিক যেখানে সূর্য
ওঠে,
ক্রোধের আগুন ছড়িয়ে পড়ে
পান্না সবুজ
উপত্যকায়।
মুখটাকে আর যায়না দেখা
মুখোমুখি বসলে
পরেও,
রেওয়াজ ভাঙ্গার সূত্রখানি খানিকটা
আজ অনেক ফিকে,
জাফরানি রং চিনার গাছের
সবুজ অবুঝ চতুর্দিকে।
সিন্ধু আনে রক্তস্রোতে ঝিলোম
নদীর এপার ওপার,
সালংকারা মেঘ যুবতী ভেড়ার
পালে লজ্জা ঢাকে।
পাহাড় ছুঁয়ে শব্দগুলো ফেরৎ
আসে এক নিমেষে,
মেঘের দেশের মেয়ের মুখে
লজ্জাবতী আতর
মাখে।
আমায় তুমি রাখবে কোথায়
বক্ষ যে আজ
রক্তমাখা,
বেনীর বাঁধন ইতস্তত স্তব্ধতাতে
যায় না দেখা,
চিনার পাতায় রৌদ্র খেলে, চাও যদি আজ
যেতেই পারো,
দু'খানা
দেশ এপার ওপার
ঠোঁট দু'টো আজ
রক্তে আঁকা।
তুহিন কুমার চন্দ