দুটি কবিতা
কোনও শান্তি নেই
অশান্তির পার থেকে কেউ ডাকে
যদিও ঘুমের কোনও শব্দ আছে
এমন’ও নয়
তবু আমি ঘুম ভাঙার শব্দ
শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি
ঘুমের ভেতর ঘুম হয়ে কেউ
ডাকে
মৃদু, অথচ স্পষ্ট
স্থির লয়ে
আমার নাম ধরে কেউ ডাকে
কে ডাকে, বুঝতে পারি না
চিনতেও পারি না
কিন্তু মনে হয়, খুব চেনা
সে ডাক
আমারই গলার স্বরে
কেউ আমাকে ডাকে
(দুই )
ঈশ্বরের মতো...
আমরা একটা ভুল জীবনে বাস
করি
আমি থেকে আমি হতে হতে
পুঁতে চলেছি পতাকা
রাস্তা জুড়ে আমার স্বাক্ষর
দিতে
দিতে
ঈশ্বরের মতো
নির্জন, একা
পতাকা হয়ে গেছি
জ্যোতির্ময় মুখার্জি