ছাইভস্ম
নিজেকে নিয়েই কতোবার লেখা
হলো ছাইভস্ম, প্রলাপ
তবু শেষ নেই
বস্তুত, এক অণুবিশ্ব অন্তর্লীন,
যেখানে প্রতিদিন এইসব সম্পর্ক ; স্নেহ প্রেম ভালোবাসা
কিংবা, হর্ষ -বিষাদ , ভাবাবেগ সমূহের রং
বদলে যায় প্রতিটি মুহূর্তে
সূর্যের মূল্যবান আলোর স্পর্শে
নির্ণীত হয়ে যায় প্রকৃত স্বরূপ
তখনই আবার লেখা হয় ধরিত্রীর
কম্পনরেখার মতো আমার গূঢ় ভাষ্য
যতোবার এইসব ঘটনা ঘটে, ততোবার
আমিই আমার পোস্টমর্টেমের কাটাছেঁড়া সেলাইয়ের ভিতর দিয়ে ; দর্শনের ভাববাদ বস্তুবাদ
আর কার্যকারণ তত্ত্ব ছুঁয়ে
পুনশ্চ, মা নিষাদের সম্মুখীন
।
চিরপ্রশান্ত বাগচী