সাম্প্রতিক

6/recent/ticker-posts

গোপাল কুমার মল্লিক



১৪ই এপ্রিল ২০১৯ মায়াকভস্কির স্বেচ্ছা মৃত্যুর ৯০ বছর উপলক্ষে 
আমার মতো করে তাঁকে স্মরণ



'জন পড়লে না পড়লে
দমে যাব না কিছুতেই
কথাগুলো বলবই
হাড়গোড় সমেত ঝুলিয়ে দিলেও
অথবা ছিটকে বেরোনো সীসায় বুক
এফোঁড় ওফোঁড় না  করা তক্ 
বলবই সেইসব ঈশ্বরপুত্র ভাবা লোকেদের কথা

যারা যুদ্ধ  বাঁধায়
যারা শুধু মানুষ মারে
আর পকেট ভরায়
মুনাফার পাহাড় চূড়ায় পেটোয়াদের বসায়

সেইসব লোকেদের কথা বলবই
যারা জানেই না কেন মরছে তারা

সারা পৃথিবী ঝেঁটিয়ে খুনিরা আসে
বলবই কারা অর্থ জোগায়, কাদের ভাড়াটে তারা

মাথা নোয়াব না, দেশপ্রেম শিখব না ধর্মের 
ধ্বজাধারীদের কাছে, নরকগুলো যতই 
ভরিয়ে তোলো, দেশদ্রোহীর শিরোপা চড়াও 
                                               আমার মাথায়
 আমি দমে যাব না কিছুতেই -----

তোমাদের নরকগুলোর কথা বলবই
জোর ক'রে বলিয়ে নেওয়া সেইসব মিথ্যে স্বীকারোক্তিগুলো যা তোমরা ব্যবহার করো 
আর নির্বিচারে  হত্যা  করো

বলবই ---বলব--আমাকে ভয় দেখিয়ো  না

একজন কবিকে নরকে পুরে ভাবো,তাঁর কন্ঠ
রুদ্ধ হ'য়ে যাবে,ফুরাবে কলমের কালি 
তোমরা তাঁর শক্তি জানো না -----

কবিকে ঘিরে শতশত মৃত মানুষের  মিছিল
তাদের হাড় -পাঁজর -চক্ষুহীন করোটি
ধক্ ধক্  'রে জ্বলছে প্রতিশোধের আগুন

একজন জীবিতের চেয়ে মৃতের শক্তি অনেক বেশি 
তোমরা জানো না
তোমাদের নরকগুলো খান্ খান্ ভেঙে পড়া 
শুধু সময়ের অপেক্ষা------



 গোপাল কুমার মল্লিক
                                                
সুস্মিতা নাথসুস্মিতা নাথ
সুস্মিতা নাথ