আকাশে একটা গোলমরিচের
গাছ
ইতিহাসের প্রবল জলধারার
মুখে দাঁড়িয়ে দেখি অজানা বাঁশবন
মাথার ওপর নোংরা আকাশ
তারাদের লালা স্রাবে
জন্মেছে ঘাস
আর ফেরিওয়ালা সেই
ঈশ্বর হেঁকে যায় কিছু নয়
মেঘ ডাকছে অনাগত
ভবিষ্যতের মতো
চিলেকোঠায় মৃত্যুর
বেগুনি রং
কে জানে এখন দুপুর কিনা
আমাদের দুঃখ বলে কিছু
নেই যা আছে
আকাশে একটা গোলমরিচের
গাছ
প্রাগৈতিহাসিক একটা কাক
উড়ে যাচ্ছে আমার মরণ পার হয়ে
জানি না কখন সে ঝড়
হয়ে গিয়েছিল