সাম্প্রতিক

6/recent/ticker-posts

গোলাম রসুল





আকাশে একটা গোলমরিচের গাছ 



ইতিহাসের প্রবল জলধারার মুখে দাঁড়িয়ে দেখি অজানা বাঁশবন
মাথার ওপর নোংরা আকাশ
তারাদের লালা স্রাবে জন্মেছে ঘাস 
আর ফেরিওয়ালা সেই ঈশ্বর হেঁকে যায় কিছু নয়

মেঘ ডাকছে অনাগত ভবিষ্যতের মতো
চিলেকোঠায় মৃত্যুর বেগুনি রং
কে জানে এখন দুপুর কিনা

আমাদের দুঃখ বলে কিছু নেই যা আছে 
আকাশে একটা গোলমরিচের গাছ

প্রাগৈতিহাসিক একটা কাক উড়ে যাচ্ছে আমার মরণ পার হয়ে
জানি না কখন সে ঝড় হয়ে গিয়েছিল


 গোলাম রসুল