সাম্প্রতিক

6/recent/ticker-posts

পৃথা রায় চৌধুরী





দুটি কবিতা




বেসাতি 



পুকুরপাড়ের বাদামখোলা বাড়িটা
দুপুররোদের তির্যকে ফোস্কা গোনে
জানালায়, ছাদে, কার্নিশে
সম্ভবাসম্ভব গলাগলি করে
ধনেখালির চিলচিৎকারে মাতোয়ারা।



এপারের ভাত রুটির হোটেলে
এখন ঝনঝন বাড়ছে ক্যাশবাক্সে
মধ্যাহ্নভোজে ওপারের শার্সিতে
গোলগাল জিভে জল।



সাবলীল সরীসৃপ অবাধ বাধা ভাসিয়ে
ঢুকে পড়ে চেরা জিভ রন্ধ্রপথে
বেমক্কা।






নালিশ 




চন্দ্রবিন্দু শব্দকোষ
মেলামাইনে গা-এলানো
জোরবর্ণ প্রদর্শনীর বিচার শোনে,
বেলা বয় পাঁকের দোষ
শালুকপাতা হাড়জ্বালানো
অন্ধবাক্‌ বাচস্পতি শয্যা বোনে।



হেমবর্ষায় চার প্রহর
ঘড়ির কাঁটায় বেনো ঘাটে
ইল্কি কথার বিল্কি দোহাই বেভুল ডাক,
মশান চেলি চিতার ঘর
উল্টো পাতায় ছন্দ কাটে
ছাই উড়েছে, বন্ধ কপাট বন্ধ থাক।



অচেনা সুখ প্রমাদ গায়
রক্ত মাংস অস্থি মজ্জা দেখোনি
কাব্য বোঝো নির্দ্বিধায়
কাঁধে তিল বায়না নিপাত চেনোনি।



পৃথা রায় চৌধুরী