জলের ভেতর থেকে জ্বলে ওঠে স্মৃতি
এই যে নিবিড়পাঠ
প্রতিবিম্ব উপরে দেয় দাহ , ক্ষত, প্রেম অভিমান আর ক্রোধ
প্রতিটি চলনরেখা এসবেরই মিলিত নির্মাণ
বুকের ভেতরে জমে লতাগুল্ম
আকর্ষ বাড়িয়ে দেয় রৌদ্রের আঁচলে
ঝুঁকে আসে আমাদের স্মৃতিকাতরতা
তেমন জানলা নেই আলোর উদাসী বৃত্তে দোহাট খুলে ফেলা যায়
আহত পটুয়া তুমি ছবিতে ছবিতে লেখো
বিপ্লব গঙ্গোপাধ্যায়