সাম্প্রতিক

6/recent/ticker-posts

নিশীথ ষড়ংগী:কবিতা

 


কবিতা

 

কথা


 

নিসর্গের শিলালিপি পাঠ করতে করতে এই যাওয়া--

 

দুপাশে লাজুকটিলা,অসমাপ্তছায়াঘোর,মেঘেরস্থাপত্য

মাঝে মাঝে অ্যাক্রিলিক মেঘ

 

অসম্পাদিত দৃশ্যে দৃষ্টির সংঘাত ক্রমে

মধুর ও সন্ত্রাসশাসিত হয়ে ওঠে,,,

 

প্রেমের কথার মধ্যে কিছুতো দীক্ষা পাওয়া যায় 

আত্মপরিচিতি আর অলৌকিক উতলসংলাপ--

 

সরলরেখার নীচে নামিয়ে দিয়েছে কেউ

তৎসম শব্দের ঢেউ

 

সে লিপির পাঠোদ্ধারে একটি জীবন কতো তুচ্ছ মনে

হয়!,,,,

 


নিশীথ ষড়ংগী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ