সাম্প্রতিক

6/recent/ticker-posts

নিলয় নন্দী:কবিতা

 




 দুটি কবিতা




মাতাল লিখিত 

এক নম্র ভোরে কারা রেখে গেল শাশ্বত চেঁচামেচি
ঝগড়া প্রেম কান্নাকাটি হৈহুল্লোড় গেলাসে গেলাস
শহরের কোণে কোণে পড়ে থাকে বোতলের ছিপি
চারপাশে ভেঙে পড়া দুঃখ ছিছিক্কার বাচাল প্রলাপ

তবু ছিল প্রিয় ফুল রাধা বা কৃষ্ণচূড়া বসন্তবেলা
নৌকার মত চাঁদ বিলিতি ব্র‍্যান্ডের চুমু, ধুর ছাই
এইবেলা মৈথুন, স্বমেহনে উড়ে যায় বুনো হাঁস
তির্যক ছায়াময়, এসো তবে ভেসে যাই শূন্যচর

কে যেন শূন্যে চরে? মৃত ট্রাম অলীক বাহানা!
ব্যাকসিটে সম্ভোগ পানীয় মেপে রাখা পেগমার্ক
ডুব দাও কস্তুরী মেয়ে, এ কথা যে বলেছিল
তাকে দেখেও দেখো না, তার ছিল প্রিয় ফুল

হয়তো আমারও। সুগন্ধ ও সুরা। চিরন্তন রুপ
ঘর বা জানালা, ছেড়ে যাওয়া মুহূর্তের ভুল
অলিভ পাতার পাশে চরিত্রের ভীড় সে চৌচির
বিরহ মাতাল লিখিত, অন্তহীন ফেনা দিন যায়





গরম হাওয়ার ঝড় 

উড়ছে ধুলো, পরাগরেণু
ঘুমের দিব্যি, পারদ উঠছে ঊর্ধ্ব স্থিরাঙ্কে
ঈষৎ জ্বর, জরাগ্রস্ত...

উত্থিত লিঙ্গের উপর বসে ছাই গাংচিল

দিন বড় হচ্ছে, বড় হচ্ছে চোখনখশিরাধমনী
রোদ স্পর্ধা দেখালে খুলে যায় এক্সহস্ট পাইপ

ছায়া বা আবছায়া, মেঘ যদি ফিরে পায় মল্লার
 
ঝড় আসে, আসে রগরগে মেগাসিরিয়াল
নায়িকা সংবাদ :
ওড়নায় মুড়ে রাখো সামার প্রজেক্ট
ডুব দাও, ডুবে যাও প্রেমের যেমন ঘোর
খোলা ঠোঁট, টর্ণেডো, গরম হাওয়ার ঝড়

আদতে তো ঝড় নয়, দাবানল
পুড়ে যাচ্ছে ঝরা পাতা, শরীরে আগুনচিহ্ন
মেয়েটি এগিয়ে দিল বুক, উন্মুখ ...

 



নিলয় নন্দী

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. পড়লাম দুটি কবিতাই। খুব সুন্দর ।আপনার কবিতার নিজস্ব বৈশিষ্ট্যের পরিচায়ক কবিতার গ্রন্থন ও শব্দের ব্যবহার। -পৃথা চট্টোপাধ্যায়

    উত্তরমুছুন
  2. প্রথমটি বেশি ভালো লাগলো। শুভেচ্ছা।
    — রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন