সাম্প্রতিক

6/recent/ticker-posts

রাজদীপ ভট্টাচার্য



পিকনিক


চারজনে আজ এক মেয়েকে
ভাগ করে খায় পাটের বনে  
দূরে তখন কালো রঙের
মেঘ করেছে মাঠের কোণে

পড়ার ব্যাগটা উল্টে আছে
দু'চারটে বই উঁকি মারে   
ওড়না-জামা উড়ছে হাওয়ায়
আঁকড়ে আছে ঝোপেঝাড়ে   

কেউ তখনই হৃদয় চোষে
আরেকজনে চিবোয় নাভি
দাঁতে কাটে ঠোঁটের আগল 
নৌকা জোরে চালায় নাবিক

বদর বদর ঝড় উঠেছে
শোভানাল্লা মাছের ঝাঁক
আর যাবে কি? আর যাবে না
জল ফুরিয়ে উঠছে পাঁক

ভাজা মাছকে উল্টে দে ভাই   
শালীর তবু গুমোর কত! 
গাঁয়ের ছেলেয় শখ মেটে না
পিঠে গভীর চুমোর ক্ষত

হয়েছে তোর, দে ঝুলিয়ে
বুঝুক এবার শক্তি কার!
আকাশ থেকে মাটিকে ছোঁয়
     ফোঁটায় ফোঁটায় রক্তিকা।   


    রাজদীপ ভট্টাচার্য