সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরঞ্জীব হালদার:কবিতা:যীশু ও রাত্রির বৃত্তান্ত

 


যীশু ও রাত্রির বৃত্তান্ত

 

 মায়া ও বিভ্রম মেশানো ঈশ্বরের নাম রাত্রি

 

 এই মোড় পেরোলে এক ফায়ারিং স্কোয়াড পাবেন। সংঘটিত অপরাধের সাংসারিক কেন্দ্রভূমিতে আপনাকে জাতকের ভূমিকায় রাখা হয়েছে। আসলে আপনার সত্যিকারের নিজস্ব কোন ভূমিকা নেই। প্রম্পটার ছাড়া গড়গড় অভিনয় দেখাতে দেখাতে টের পেলেন জন্ম দাগ সহ সচিত্র পরিচয় পত্র ঈশ্বরের নাভিকেন্দ্রে বহুরূপীর পোশাকে আত্মআততায়ীর ভূমিকায় নেমে পড়েছে

 

 এখন এক খিলি পানের জন্য পৃথিবী থেকে কাউকে সরাতে একবিন্দু হাত কেঁপে উঠবে না। হতে পারে আল্লারাখা আপনার বন্ধু। হতে পারে অনেকানেক রাত্রি আপনার শরণাগত। তারা জানে না তারা কেন হত্যাকারী স্বপক্ষে বয়ান দাতা। 

যীশু তুমি জেনে নাও তোমার থেকেও এরা বেশ নিষ্পাপ নিষ্পাপ জীবন কাটায়





 


চিরঞ্জীব হালদার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ