অগ্নিপরীক্ষা
লাঙলের ফলার মুখে যার জন্ম
আগুন তাকে পোড়াতে পারে না
ধরিত্রী যার মাতা বিধাতা যার ত্রাতা
অন্তঃপুরের সুখ তার নয়
তার ললাটে বিশ্ব-দুঃখ লেখা
জনমদুখিনী নাম তার জানে আম-আমজনতা
অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হলে,তবে সে সতী, পতিব্রতা!
এ জীবনকথা মানবীর,কোনো ঈশ্বরীর গল্প নয়,এর শেকড় পৃথিবীর প্রতিটি ঘরগৃহস্থের নাভীমূলে-মূলে পোতা।
অনিঃশেষ অন্ধকারে আলো জ্বেলে, সব পিছনে ফেলে শুধু ভালোবেসে আজীবন হেঁটে যেতে চায়, প্রিয় মানুষের হাতে হাত রেখে,পৃথিবী বারবার তাদেরই আগুনে ফেলে…
7 মন্তব্যসমূহ
ধন্যবাদ।
উত্তরমুছুনশেষ স্তবকটি মনে রাখলাম। অপূর্ব
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনঅসামান্য উপস্থাপন দাদা 🙏
উত্তরমুছুনশেষের স্তবক গুলি মনে গেঁথে গেলো
উত্তরমুছুনশেষের লাইন গুলি মনে থাকবে।সত্যি, অন্ধকার সরিয়ে আলো জ্বালাতে গেলেই অন্য সবাই দূরে সরে যায়, তাকে বিপদে ফেলতে চায়,হয়ত তাদের দলে পড়ে ভালবাসার মানুষ টিও ভুল বোঝে।
উত্তরমুছুনভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা জানাই। 🙏
উত্তরমুছুন