সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমীরণ ঘোষ:দুটিকবিতা


 দুটি কবিতা

টং

 

দূরের জন্তু অব্দি কেঁপে ওঠা দূরের কানাড়া

ভয়েরই বিয়োনো। আর ছিলায় ভাষার টং

গোসাপের পিঠে বসে সূর্যাস্ত মেলছ

নেভা গ্রামদেশ। হাট মৃতের সওদার 

বিজনের দূরে বাজে মাংসের লাল অভিরুচি 

 

 

খাদান

 

ছেলেপাথর মেয়েপাথরকে ঘষলে খুব একটা 

যা হয়। খুব একটা বাচ্চা পাথর

পাহাড় পিছলে যাচ্ছে। খাঁজকাটা হসির সবুজ 

জঙ্গল চমকে কুকুরের বুনো আত্মার ডাক

হাওয়ার রাস্তায় কেউ তামার মৌচাকের। তারই

খুর। তারই সন্তাপের লাল। ধুলোরং গির্জার ধুধু

ঝোরার ইস্কুলে বাজে বাচ্চাদের পাথুরে ইজের

 


সমীরণ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ