সাম্প্রতিক

6/recent/ticker-posts

আলো বসু : কবিতা:পোস্টমর্টেম

 


পোস্টমর্টেম

 

 

গায়ে পড়া মেয়ে!কেন এত উপুরচুপুর ? 

মাপজোক বোধ নেই?খাটো হতে হবে, হাঁ- মুখ তোমাকে গুটিয়ে রাখতে হবে 

এতটা আপনাপন তবু গলে জল হয়ে যাওয়া নেই তোমার, কেবলই দাগ কেটে যাওয়া! 

স্বীকার করব না, সিঞ্চন দেব না  

মারব শুকিয়ে তোমাকে ... 

 

---না, শুকোইনি, পচন ধরেছে

কটু গন্ধে মারা গেছে গার্ডেন ফ্রেশ সুগন্ধ 

আজ আবার কারা পুঁজ রক্ত ঘাঁটতে এলো! 

ওরা কি দেখতে চায় আমার মধ্যে এখনও ধুকপুকুনি আছে কিনা? 

অছেদ্দার মরা আলোয় শূন্য কলসিতে হাত ঢুকিয়ে কী খোঁজে  ? 

 

ঘুরিয়ে ফিরিয়ে খুলে খুলে পাঠে পাঠে পাঠ ভাঙা হৃদয় 

কবেকার পাণ্ডুলিপি এক পড়ে আছি সম্পাদকের টেবিলে,পোস্টমর্টেম হচ্ছে 

ছাই হয়ে যাবার আগে পর্যন্ত ওরা আমার প্রুফ দেখবে, প্রকাশ করবে, আশ্চর্যের নয়, 

মরে গেলে ওরা ছাই ঘাঁটতে ঘাঁটতে দূর ছাই, দূর ছাই করে উঠবে... 







আলো বসু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ