সাম্প্রতিক

6/recent/ticker-posts

মন্দার মুখোপাধ্যায়: কবিতা:তবু আমি

তবু আমি


পথে ঘাটে বিস্তর হোঁচট ,

হাল ভাঙা অভিমান,

দূরত্বের অমেয় বিষাদ

এতোসব সামলেও কলম ধরেছি -

একরোখা জেদী বর্ণমালা

সমানেই সাজিয়ে গিয়েছি-

বেহুলার কাঁসার ঘুঙুরে

সাঁতরেছি অবিরাম, মৃত্যু স্রোত যুঝে -

আকাশের নীলে একজোড়া ডানা এঁকে

অনায়াসে লিখে গেছি, এইবার দিগন্ত বিহারী

বৃষ্টির ঝাপসা আলো, আয়নার মতো

শরীরে ধারণ করে স্ফটিক হয়েছি -

গাছের শিকড় থেকে মাটি গন্ধ এনে

বলে গেছি , এই নাও নতুন বসত

এই নাও শব্দ স্নান

এই নাও অক্ষর যাপন……

লিখে গেছি, শুধু লিখে গেছি

কি ভাবে বাঁচব আমি রোজ !




মন্দার মুখোপাধ্যায়


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ