যাপনচিত্র
প্রতিটি প্রত্যাখান  পরিণত করে সম্পর্কের বেষ্টনীকে । 
সুখময়ী বাতাস ওম জড়ায় ...
বাড়ে অযুত স্বপ্নের বসতবাড়ি।
চারিদিকে জোনাক জ্বলে
নিভু নিভু অন্ধকারে... 
পুঁয়ে সাপ ছায়া
মাখামাখি করে... জানলার গরাদে...
 বড় হয় সুখসারি
 
পিছনের মাঠঘাট মেশামেশি
করে 
সারি সারি নারকোল গাছে
আদর দোল খায় ....
 চাঁদ আর চাঁদির
পার্থক্য বোঝাতে একটা আবরণ জরুরী।
সে আবরণে পেঁজা তুলোর
ন্যায় শরৎ নেমে আসে শরীরে ... 
নাজুক স্পর্শে জাগে  ভৈরবী।
 অপূর্ণতা দীর্ঘায়ু
হয়...
যা পবিত্র তাকে রক্ষা
করার দায়  একার নয়৷
একটা দীর্ঘশ্বাস সর্বদা
পূর্ণচ্ছেদ টানে  চরম মুহূর্তে
যখন আর কেউ নয়
তুমি থাকো ওম হয়ে.
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
0 মন্তব্যসমূহ