১
সন্ধ্যা
এক একটি সন্ধ্যা
এক এক রকম হয় ।
বর্ণে, গন্ধে ,মেঘ ভর্তি ,মেঘহীনা,
যেমন এক কবির উঠোন ভর্তি কবিতা
সবগুলি এক এক রকম ,
ফুল ,শোক ,অভিমান ,অভিরূপ রস-নীরস মেশানো ভিন্ন স্বাদের ।
কোনো দিন সন্ধ্যা বাবলা গাছের শাখা পাতায় চুমু দিতে দিতে নেমে আসে,
কোনো দিন গোসানিমারির কাকীনা রোড ধরে , একটু পায়ে হেঁটে , আলপথে
কোনো দিন শ্যাম্পু করা এলো চুলে ঝুপ করে নেমে আমার বুকে চেপে
বসে...
সন্ধ্যা আমার একমাত্র মেয়ের নাম। তবে
অন্য রকম আর দশটা মেয়ের চেয়ে ,
দিস্তাখাতার মতো -
আমি রোজ দেখি একটু একটু করে বড় হচ্ছে সন্ধ্যা ,
ভাবছ দুশ্চিন্তা বাড়ছে , না
মোটেই না ,
আমার মেয়ে ওই রায়দের বাড়ির মত হলে
গোটা গ্রাম এনে দেখাব
এই আমার মেয়ে সন্ধ্যা-
২
হরণ
একটি প্রতিবাদ হওয়ার কথা
কিন্তু হলো না - নদী এঁকে বেঁকে চলে গেছে ।
ভাবনার মরুভূমি জুড়ে
শুধুই ক্যাকটাস ;
একটি গাছ পতাকা হাতে
মিছিলে হাঁটতে চেয়েছে -
গোপন কুঠার কোমরে ঘা বসায়
আকাশ জুড়ে কালো মেঘ জমেছিল সেদিন
লাশ পরে থাকে
পথের ধারে, অসম্পূর্ণ স্বপ্ন
কিছু একটা সংঘটিত হবু হবু করছে -
তা হয় নি আজো
0 মন্তব্যসমূহ