দুটি কবিতা
১
নিরক্ষীয় হৃদ্যতা
না সূচক হাওয়ায় কাঁপছে ভোরের সংকোচ
মেঘজড়ানো প্রতিবাদ ফুটে উঠছে
রাতধ্বনির দৈর্ঘ্যে, প্রস্থে,অন্ধকারের ঘনত্বে
১০০ মিটার দূরত্বে একটি প্রাগৈতিহাসিক চিলের
ডানা ভাঙার শব্দ ক্লান্ত করছে
হাওয়ার উচ্চতাকে
নৈসর্গিক ড্রয়িংরুমে আলো আঁধারির প্রসবযন্ত্রণায়
ভাগ হয়ে যাচ্ছে নিরক্ষীয় হৃদ্যতা
ত্বকের যত্ন নিন
সব ফিকে আর ঝাপসা পেরিয়ে
লাল সতর্কতা
তবু এড়ানো যায় না ভোরের দুঃস্বপ্ন
ডুবে যায় চোখের নিব
খাদের মৌখিকে
একটা সমান্তরাল ছলনায় ঝুঁকে আছে
যত্ন সাজানো সাইড টেবিল
অ্যান্টিগ্লেয়ারে অনুশোচনার জাগলিং
শুকিয়ে ওঠা শীতের চামড়ায়
ময়েশ্চারাইজারের টাচ আপ
কোচকানো ত্বকে হাইড্রেটেড কনসিলার
মরা ঠোঁটে প্রেমের বান ডাকতে
স্মাজপ্রুফ লিপ স্টেন
পাতলা হয়ে আসে
ইস্ট্রোজেনের বিকেল
রঙিন চুলের সিলভারলাইনে হালকা স্বপ্নের শ্যাডো
ব্লেন্ডঃ
আহা!ত্বকের যত্ন নিন!ত্বকের যত্ন নিন!
চড়ুইসকালের ঝিলিক খেলা করে
ঘটমান অতীতে
0 মন্তব্যসমূহ