গুচ্ছ কবিতা
ঘাম
ঘাম পছন্দ
করি
শ্রাদ্ধ সভা
কবিতা পাঠ,ডবকা কবিণী
পুরুষ কবিতার
লেজ উঁচিয়ে দেখি নরম সরম কৌতুক লাগা উদ্ধত অবোধ,বিকিরণ,মেঘ, পাত্রপক্ষ আলোচক বন্ধু উশ্নীষপ্রার্থী কবি
দেলাওয়ার
নামের চারাজবা।
টেনুওর পার
করা এরাটোথেনিসেরা।
হাতঘড়ি
কিনেছিলাম। ব্যাস প্রয়োজনই ফুরোলো তারপর।
চৈত্র সজাগ, চৈত্র চিরকুট
অভাবের মত
ভাঁটফুল ফুঁটছে মাঠে।
ফেসবুক
ভাঁটফুল,
তেনালি প্রেম
তেনালি
তেনালি রমণ
রমণেচ্ছা
আমরা জয়
করবো
করবোই একদিন
মিহিদানার মত
সুর ভাজবো
ঘাম কুমড়োর দানায়।
বর্ণলতা
হাতগুলো ভাঁজ
করা,
নাহলে এক হাত
চেপে থাকে আরেকে
শাসন
সংক্রান্ত প্রশ্নাবলী,ফর্দহীন
মচ্ছর,চাবিঘোড়া,নাড়ীকাটা,মেনি ভুলো,ধর ধর,ফুল ফুল,
ছুঁলো বেশ। চেপে ধরো ,আওয়াজ শেষ,হুক্কা শেষ,হাওয়া বেরোবে না,আরো
চেপে,আরো। ঘাড় নামাও,কাঁত করো ঘাড়,চোখ তুললে নুঁচে নেবো কেশ। মিহি করো আরো আরো,স্বর
নামাও,করো গান, তানপুরা
আমাদের।প্রত্যেক শিল্প থেকে টেনে হিঁচড়ে বের করে দাও। বের করো ঔ আগুন,বর্ণলতা প্রগলভ ,শুধু দেখার জন্যই। আগুন ঔ আগুন
নেভাও। মুচড়ে দাও হাত। ঘুমাও বর্ণলতা। স্বপ্রতিভ চোখজোড়া সকাল হয়ে উঠলে মুঁদে
যাই যে আত্ম বিকৃতিতে। আলো বোঁজাও ধৃষ্টা।
হিবিস্কাস
হিবিস্কাস
দানা। মুঠ খুলে ছোড়ো কাঁদা। হোলি হ্যায়।হোয়্যারী পিস। পানভেল প্যানিক। টেট্রা
রিস্ক।এনোফিজিক্স বিষাদের বেশ মাখা টকঝাল চুরমুর। দোয়েল পাখি। স্বরান্ত প্রকার। জলে
ভেঁজে হিবিস্কাস।বৃষ্টি পড়ে ,ঝরে অবিরত।
7 মন্তব্যসমূহ
চমৎকার লেখা।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভালো লাগল। শুভেচ্ছা জানাই।
উত্তরমুছুনধন্যবাদ জানাই
মুছুনভালো লাগল। শুভেচ্ছা জানাই। সুবীর ঘোষ।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে
উত্তরমুছুনখুব সুন্দর লেখা।
উত্তরমুছুন