সাম্প্রতিক

6/recent/ticker-posts

জ্যোৎস্না কর্মকার

 


দুটি কবিতা

 অলীক দহন


একান্ত স্পর্শের জন্য হাকলা হতেই

ক্ষেপলো গণিত

ছক হাতড়ে গণক ঠাকুর বললেন

এমন হয় না শোলোক



পাশাপাশি জেগে উঠলে চর

কাঁটা মুখ ঘর্ষণের ফুলকি সংগ্রাম,

তাড়িত পতঙ্গ পোড়ে, অনঙ্গ লাচার

ধর্মের কাহিনী না শোনে চোরা মন

 

 

 মাথুর 

 

না চাইতেই ভিক্ষাপাত্রে তুলে দিলে

আরো কটা দিনের লহনা

 যেন বিদায়ের পূর্বঘোষণা দূর ছাই

অথচ চাইলেও পাইনি কিছু তন্ডুলের ছাল

কিভাবে বাখান করবো দানাপানি

সাঙ্গ করবো অসময় খেলা মনোহর

রিক্ত দোলনায় ছায়া দোলে দোটানায়

তুষ্টি নদীর অন্য পারে কেঁদে মরে রাই

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ