দূর পাগল
প্রেমের গুরুভার তুমি ছাড়া বইবে কে !
তোমার আঙিনায়
তাই লুকোনো প্রাকার ছায়া
ইশারা বিছিয়ে উদভ্রান্ত
আজ নির্বিকার
প্রণয় পালাতে পারে
লুব্ধ দস্যুর আশ্বাসে
নদীর ঢেউয়ে
শুকনো কুয়াশায় মাকড়সারা জাল ছেঁড়ে।
দু-একটা নষ্ট ডিমে ফুটফুটে হিম-সিংহল।
সেখানে অবৈতনিক রঙে খেলা করে
ছোট ছোট ঘাস-চর।
তবুও রক্তশব্দে ভীত হয়ে পালিয়ে যাবো
আমার সিন্ধু ছেড়ে
আসন্ন গল্পের সন্ধানে।
--------------------------------------
ছবি ঋণ: গুগল
2 মন্তব্যসমূহ
বাহ, খুব সুন্দর
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুন