সাম্প্রতিক

6/recent/ticker-posts

গৌতম কুমার গুপ্ত

 


দুটি কবিতা


আয়না 

 

আয়নায় আমাকে রেখে বেরিয়ে পড়ি প্রতিদিন

দেখে নিই যা যা নিয়ে যাচ্ছি

গতকালও এইসব ছিল 

নির্ঘুম চোখ অস্পষ্ট বলিরেখা বিরল কেশের হিসেব

শ্রবণ দৃষ্টির স্বাচ্ছন্দ্য আঙুলের ভাঁজ তীক্ষ্ণ নখর

পায়ে পায়ে সপ্রতিভ চলাচল

পোশাকের রঙও অটুট ছিল

 

দিনান্তে ফিরে আসি আয়নার কাছে

একে একে মিলিয়ে নিই সঞ্চয় ও ব্যয়নির্বাহ 

নিভে গেছে কিনা রঙবেরঙের রামধনু

নিঃশ্বাস মিলিয়ে নিই অম্লজান লাঘবের তালিকা

বিশ্বাসে কোথাও হেরফের হল নাকি

প্রশস্তি ও কটু আবেগী মোহনার চন্দ্রপ্রভা

 

এ চোখে জ্যোৎস্নালোক নেই

শ্রবণের ফিসফাস রযে গেছে কোথাও টুকিটাকি

বোধগম্য ছিল না ষড়যন্ত্রীর আণবিক

কিছুটা জমার ঘরে বাতিল ঘোটকের দ্রুতলয়

আগুনের উষ্ণ অবকাশ ইত্যাদি

 

আয়না ফেরায় না আমাকে

চুলচেরা রাখে বাম ও ডানদিকের প্রকৃত পাঁজর

ত্বকে ত্বকে ভালবেসে নিই খুব

 

তারপর হেসে উঠি খলখল

বিন তুঘলকের বাদশাহী বদখেয়ালে



 

নর্তকী 

 

দুর্বিচারে মিথুন কৌশল ফুটে ওঠে

একটা জঘন্য অনাচার

হাজার বিস্তৃতির সামাজিক সঙ্ঘারামে

আঙুলে টসকায় জ্যোৎস্নাগন্ধ তার

 

ছড়িয়ে পড়ে রাত্রির জরিফিতে

গুটিপোকার আর্তনাদে বসন্ত ঝরে যায়

 

সেই শীত আসবে বলে তুলোর মনোরম

পাপবোধ শুয়ে থাকে প্রত্যঙ্গের বেহিসেবে

ছলা কলা কৌশল জানে তার হারেম

প্রমোদকুঠুরীতে এক এক নর্তকী নেচে যায়

অভিমান রেখে আসে পোড়া শরীরে

 

যেখানে দগ্ধ হয় রমণ কুচি কুচি ওড়ে ছাই


--------------------------------------

ছবি ঋণ: গুগল


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ