সাম্প্রতিক

6/recent/ticker-posts

রঞ্জন মৈত্র

 



দুটি কবিতা


 অ্যাম্বুলেন্স

 

চলে যাচ্ছে হুটার দূরে

অবাধ সবুজ করিডোর

গাছ খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে শিকড়    

ফোনকল ধানকল সেইসব মাঠগুলো

এক বাড়ি ঘন জাম অন্যটি উচ্ছল বেদানা

চিঠিসব করে রব

ভোরগুলো লিকার চায়ের সেরামিক

কথাগুলো নীল রঙ লাগায় সাগরে

পাথরের আগুন থেকে আগরঙা প্রত্নশিলায়

যাই যাই শব্দ যাচ্ছে কল্প স্বল্প ফুঁড়ে

মোবাইলে পেসেন্স খেলা ভালো থেকো

খুব ভালো থেকো।

 

 

 

নবান্ন একটি অফিসের নাম

 

কিলায় উড়ছে নিশান কুলায় পালক

সাদা পাতার উপর দিয়ে যখন ইণ্ডিগো

কালো পাতার উপর দিয়ে কু ঝিক

অরিজিনাল দেখাতে হবে দেখাতেই হবে

ফটোকপি আর ফটোশপ

গোষ্ঠীলড়াই আর জোটভোজন

আকাশ চোখ পিটপিট করলে

মাত্র চারটি শব্দ কুলায় কিলায়

এত চেনা এত জানা বলতে বলতে

ভাত ফুরোয় বালিশ ফুটে ওঠে

ধ্বনির কোথাও পাখি আর ভোরও

সই কিন্তু অরিজিনাল হতেই হবে

খুঁজতে খুঁজতে কাটা হয় আউশ আমন

নাড়াপোড়ার ধোঁয়ার মধ্যে ঢুকে পড়ে স্বাস্থ্য দফতর

ওগো কপিশপ ওগো লো অ্যাঙ্গেল ক্লোজ

কবে থেকে নিজেরই পিছন পিছন চলছি

পায়েস কি হবে!    


--------------------------------------

ছবি ঋণ: গুগল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ