সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুপম রায়


কবিতা


 ফাঁস



যেন প্রাচীন অন্ধকার এসে শ্বাসরুদ্ধ করে মুঠোফাঁস ।

এ যাবৎ বৃথা সন্ধানে ভেঙেছি কাচ, পুড়েছি ভিড় ।
আমাকে নিষ্ক্রিয় করে
তুমি সক্রিয় হয়ে উঠো এবার---
তোমাকে স্পর্শ করি,
আর আমায় তুমি অস্পৃশ্য করে তুলো এবার ।

যাবো না
তবু ছুটি দাও আমায়, ঈশ্বর;
মৃত্যুকে দেখে আসি ।

আর তুমি জন্মকে দেখো প্রতিবার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ