সাম্প্রতিক

6/recent/ticker-posts

শিহাব শাহরিয়ার

 


গুচ্ছ কবিতা


অদৃশ্যগুচ্ছ

শিহাব শাহরিয়ার

৮৬. 

ডুমুরের ফুলের মতো

হঠাৎ একদিন সূর্য নামাতে গিয়ে

আমাদের ঘুমগুলো মেট্রোরেলের সমান হয়েছিল

৮৭.

স্বপ্ন তাড়িত পাখিরা

কখনো বৃক্ষডালে বসে না

আমি তাদের অসুখ আবিষ্কার করি খাঁচায়

৮৮.

পার্কের ছায়াদের আলাদা ঘ্রাণ থাকে

প্রেমিকার আঙুল রক্তাক্ত হলে-ঘাসরস দিয়ে লেপে দিতে হয় রোদের নির্জন শরীর

৮৯.

গেট খুলে গেলে অন্ধ পিঁপড়ারা আসে

কোনো কোনো বাড়ির আঙিনা শীতল পাটি হয়ে যায়

আখের ছোবরার সাদা রং ক্রমশ শুকাতে থাকে চোখে

৯০.

নদীরা ঘুমায় না শীতেও

নদীরা উত্তরের পাহাড়ের দিকে মুখ করে থাকে

নদী গবেষক তত্ত্ব-তথ্য নিয়ে নৌকার পাটাতনে জল খুঁজেছিল

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ