সাম্প্রতিক

6/recent/ticker-posts

মাহফুজ রিপন

 


রাতের অ্যামিবা


  তোমার মিথিলা বুক থেকে শুষে নেব সমস্ত লবন

ওষ্ঠ ও অধর কেঁপে কেঁপে নিচের দিকে গড়াবে।

 

নীল নাভির সম্পাদ্যে রসের তরী ভিড়বে

সুখের চাপা মৈথুনে পাব সাদা বালি হাঁস।

 

মধ্যরাতের মাতাল নাগর বিপ্রলব্ধ বোঝ না!

মেঘবিদ্যুতের মাখামাখিতে নেমেছ ভাব রসে

 

হ্যালজেন আলোতে জুঁই ফুল সংগীত

লাল সম্ভোগের সিঁদুর সংকেত দোহাই

রাতের অ্যামিবা সব গিলে ফেলে-

শুধু- ম্যাজিক মশাল ছাড়া।

 

উজান গাঙের উরুসন্ধি

 

মনোযোগ বৃত্তের ধ্যান ভাঙ্গছি

চৈতন্যের বাউল সাধনা অন্তরে।

 

সখি উষ্ণতা দাও বৃষ্টি পেড়ে দেব

ঢেউয়ের তালে মেঘের আলকুশি-

ডুবে যাই নাফ নদীর উরুসন্ধিতে।

 

মিথিলা তোমার কাঞ্চনজঙ্ঘা ঘ্রাণ

ডেকে আনে পৌষের সোনা রোদ

উড়ে আসে ভাত শালিকের ঝাঁক

প্রেম ছড়িয়ে পড়ে পাখির পালকে।

 

পৃথিবী ছোট হয়ে আসে নুনুর নামতায়

দমের খেলা চলতে থাকে চিত সাঁতারে

নিঃস্বাশে ঢুকি, প্রশ্বাশে- বেরিয়ে পড়ি।

 

কলের গাড়ি চলছে- উজানের দিকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ