সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুভদীপ সেনশর্মা



দুটি কবিতা




 কন্দর


জন্মদিন আর মৃত্যুদিন
আমার বাড়িতে এলেই
মা তাঁদের নৈবেদ্য সাজিয়ে
ঘরে তুলে নেন


আলোর কবিতা অন্ধকারের

.
ঈশ্বর প্রাপ্তির চেষ্টা বহুবার
প্রতিবার কেউ না কেউ হাত ধরে টেনে এনেছে

একা
ধূর্ত শিয়ালের মতো দেখেছি

একটা আলো ক্রমশ পিছু ধাওয়া করছে
তাকে দেখে বারবার
ছুটে পালাচ্ছি -                     মায়াময় আঁধার
আমাকে গিলে খাবে

ঈশ্বর আঁধারেই

.
ছায়ায় ছায়ায় মায়া
মায়ায় দেবদারু গাছ
অনেক স্বপ্ন জমে হলদে বাড়ীতে
ঘোর লেগে আছে।

একা এবং একাকিত্বে
ঈশ্বর প্রাপ্তি হতে দেরী আছে।