পার্থিব
১)
এবং অশ্বারোহী চলে
যায় গাছপালার মধ্য দিয়ে দূরে ... গল্পের পৃথিবীতে
তখনও সময় ফুরিয়ে যায়নি,
অথচ বন্দুক দ্যাখে
সন্ধে নেমে এল সবদিকে।
দীর্ঘশ্বাস উঁচু উঁচু
গাছের উপরে
দীর্ঘশ্বাস ফেলে নিভে যাচ্ছে...
তখনই বুলেট এসে
বন্দুকের সংলাপ নিভিয়ে দিল...
আর খাবার টেবিলে
পৃথিবীর গল্প-ক্ষত থেকে
গল্প ঝরে সারারাত...
২)
ফুরিয়ে আসা জানুয়ারির এক দুপুরে আমরা শুয়েছিলাম
ছায়াবী চরাচরে,
আর হঠাৎ মেঘ ডেকে উঠল...
বাইরে উঁচু গাছগুলোর ওপাশ থেকে বৃষ্টি এল।
প্রবল বৃষ্টি। ততক্ষণে আকাশের শ্বাসপ্রশ্বাস
অস্থির হয়েছে।
কথা খুঁজতে গিয়ে দেখলাম সব ভিজে,
মেঘলা বাক্যগুলি ক্রমশ দীর্ঘ হয়ে ওঠে... আর ধীরে
চোখ নামিয়ে নেয় আধো অন্ধকারে ... বিকেলবেলায় ...
বাপন চক্রবর্তী