সাম্প্রতিক

6/recent/ticker-posts

সায়ন্তনী হোড়





দুটি কবিতা

মনতন্ত্রের ছক


সূর্যের ক্যালেন্ডার অনুযায়ী 
তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই বিক্ষত পাতার দেহে
ক্রমশ হলুদ স্নায়ুতন্ত্র নিঃস্ব হয়ে যায়


দেহতত্ত্বের ছন্দে রচিত এই
উঠোন পেরিয়ে গেলেই  এক মেহগিনির জঙ্গল
যেখানে শুদ্ধ ডিপ্রেশনের রামধনু আঁকা


ব্রহ্মান্ডের পাশে দূষিত হতে থাকা এই হৃৎপিণ্ড
ধূসরিত চাঁদে ডুবে যাচ্ছে





   সংযোগ-স্থাপন


শর্তের বেড়াজালে আবদ্ধ  
কথোপকথনের ইতিহাস খুঁড়লে 
নতুন ঘাসের গন্ধ ভেসে আসে

বিকেলের পাশে জানালা খুলে
দিলে জানালার ওপারের প্রতিটা দৃশ্য 

এক একটা কবিতা হয়ে যায়


তারপর ধীরে ধীরে কমে আসে 
যোগাযোগের আলো,
রাস্তা নিভে যায় বালুচরের কিনারায়


দূরে বেজে উঠছে শ্বাসপ্রশ্বাসের তানপুরা... 



 সায়ন্তনী হোড়