সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌমাভ




 গুচ্ছ কবিতা

স্তন

স্তন একটি পিঠ উল্টানো উদাসীন পোকা,
সারাদিন আকাশের দিকে তাকিয়ে,
যতক্ষণ না কেউ তার চোখ মাটির ভিতর নামায়

চুম্বন

না দিলেও চলে, তবুও
সবজির শরীরকে
অমরত্ব দেয় তেজপাতার সরু ঠোঁট

পা

পাতার ওপরে জলের ফোঁটা, 
ফোঁটায় প্রতিফলিত আকাশ,
আকাশে মাটির প্রতিবিম্ব



কুসুম

স্বপ্নের মতো সুন্দর তবু স্বপ্ন তাকে ভেঙেছে স্বপ্ন থেকে

মন
কখনো কখনো মানুষকে দেখায় সময়ের মুখোশের মতো
যেমন আয়নার ওপরে খুলে যাওয়া টিপ

ঠোঁট

ঠোঁটের উপর ঠোঁট রাখা কঠিন কিছু নয়
ঠোঁটের উপর মন রাখতে ভীষণ এখন ভয়

হাত

শুকনো নদীর পাশে উল্টানো নৌকা,
যেমন হাতের উপরে হাত, 
ঘড়ি ভেঙে গেলে
কোনো একদিন বর্ষা নামবে

সৌমাভ