ঘর
নিভন্ত স্তবক যত ভর করে
রাত বাড়লে
জমে জমে তৈরি হয় মেঘ,
কিউমুলোনিম্বাস
অনন্ত ঝড় বয়ে চলে নিভৃত
দ্বীপে, নীল ফোন লাইটহাউস তখন
ঝোড়ো রাত, নোনা হাওয়া ঠোঁটের ওপর পরত চাপায় নুনের
ঘুম পায় অবশতায়, কত কাজ
সব সরিয়ে রাখা আলস্যে
দুপুরে 'অক্ষয় মালবেরি'
কিংবা 'এও এক ব্যাথা-উপশম', থাকি ঘোরে
পড়ে যাই ফেসবুক রাত
গভীর হলে, দেখি ইন্সটাগ্রাম
নেশা ধরে যায়, মানুষের
মন, ক্ষুধা, যাপন ছুঁয়ে ছুঁয়ে দেখি
ভালোবাসি, নাক সেঁটকাই,
ঝিম ঝিম মস্তিষ্কে অতলান্তে ঝাঁপাই
তরঙ্গে ভাসি, বোতাম
বোতাম ঘর, কমেন্ট, লাইক... জিন্দেগি ভর
মোম গলে পড়ে, মনকে
পিটিয়ে শলাকা বানাই বারমুডা ত্রিভুজে,
ছ্যাঁকা, পোড়া, কিংবা
বার্ণল, আঙুলে ভার্চুয়াল স্পর্শ, দুঃখ লুকনো
ঘরের ভেতর হাজার ঘর
নিয়ে একলা আমি টাচস্ক্রিনে ফিলিং ব্লেসড জীবন কাটাই।
সমর্পিতা ঘটক