সাম্প্রতিক

6/recent/ticker-posts

আলো বসু






অনন্ত বিষয়ে আলোকপাত


ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি ----
না,গানের কথা বলছি না, ওখান থেকেই ভেসে আসছে পরিযায়ী শব্দ 

আকাশ বলছে আমার শব্দ ,মোহ মুখর, তারা চিনে চিনে আসা  পাখসাট
 মাটি বলছে শব্দ আমার , স্বভূমির উদ্বৃত্ত,কর্মভূমির ঠিকা শ্রমিক
 কাজ চিনে চিনে চলতে থাকা,  অন্তহীন সংগ্রাম
আকাশ বলছে আমার বুকেই ওর স্বপ্নের আঁচড় 
মাটি বলে  উত্তর দক্ষিণে পুবে পশ্চিমে যত দূরে যে পথেই যাও 
 ক্ষতদাগ, ওদের পায়ের ছাপ  
সুকতলা ক্ষয়ে গেলে শেষ পর্যন্ত  চামড়ায় টান  মাটিতে পাথরে
এমনকি রেললাইনের ফিশ প্লেট যেন
লাল পতাকা , কালো স্বস্তিক রচনার পটভূমি

বুঝতে পারছো না কতটা নিচে নেমে এলে! মোহময় উড়ান
কতটা ঝাপসা এই ভাইরাসে ধরা মানুষের জীবনে! 


আকাশের মনে পড়ে, বহুযুগ আগে কোন এক অমঙ্গলময়ের পতাকায়
স্বস্তিক উড়তে দেখেছিল 
আর কিছু বলার থাকে না ,আকাশের মুখ কালো হয়ে আসে




আলো বসু